চাপড়ার ন’মাইলে সোনার গহনা লুটপাটের ঘটনায় গ্রেফতার তিন

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া : নদীয়া চাপড়া থানার ন’মাইলের সোনা ছিনতাইয়ের ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। ঘটনার দিন রাতেই চাপড়া থানার বাদলাঙ্গি গ্রাম থেকে হালিম শেখ কে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকি অভিযুক্তদের নাম জানতে পারে পুলিশ। বাকিদের চাপড়া বাঙালঝি থেকে গ্রেেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাহুল শেখ বয়স ৩০ ও শহিদুল শেখ বয়স ৩৩। এখনো পর্যন্ত এই ঘটনার তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃ তদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।