|
---|
দেবজিৎ মুখার্জি: ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তিনটি বিশেষ কমিটি – পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি, ‘টাস্ক ফোর্স ২০২৪’ ও আরেকটি কমিটি গড়া ‘ভারত জোড়ো’ কর্মসূচি সফল করার জন্য – তৈরী করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, গুলাম নবি আজাদ, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, আনন্দ শর্মা, কে সি বেণুগোপাল, জিতেন্দ্র সিং, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা এবং গান্ধী পরিবারের ঘনিষ্ঠ একাধিক নেতা।
‘টাস্ক ফোর্স ২০২৪’ কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, অজয় মাকেন, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, রণদীপ সিং সূরজেওয়ালা, সুনীল কানুগোলু এবং ভোটকুশলী সুনীল কানুগোলু।