খো খো খেলোয়াড়দের তিন দিনের আবাসিক ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর খো খো এসোসিয়েশনের পরিচালনায় ও মেদিনীপুর সদর ব্লকের বেঙ্গাই উদ্যোগী সংঘের ব্যাবস্থাপনায় ও হরিশপুর ক্লাবের সহযোগিতায় সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপের জন্য এবং ইন্টার জোনাল চ্যাম্পিয়নশিপের জন্য ৬ টি জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বুধবার থেকে উদ্যোগী সংঘের ক্রীড়াঙ্গনে ও সাময়িক ভাবে দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় পার্শ্বস্থ ময়দানে দিবারাত্রির প্রস্তুতি পর্ব চলছে।

    এই ক্যাম্পে ছেলেদের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে ৬ জন পুরুলিয়ার ১জন ও পূর্ব মেদিনীপুরের ৫ জন ও মেয়েদের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে ৮ জন ও পূর্ব মেদিনীপুরের ৩ জন ও বর্ধমান জেলা থেকে ১ জন এই ক্যাম্পে অংশগ্রহন করেছেন‌। এঁদের প্রশিক্ষন দিচ্ছেন জাতীয় কোচ প্রভাংশু রায়, তাঁকে সহযোগিতা করছেন সাধন কর্মকার। এই ক্যাম্পের খেলোয়াড়রা আগামী ৭ তারিখ শিলিগুড়ি ও ১২ তারিখ হলদিয়া ও ১৬ তারিখ তমলুকে জেলা ও জোনাল কম্পিটিশনে অংশগ্রহণ করবেন।

    খেলোয়াড়দের উৎসাহিত করতে বৃহস্পতিবার উদ্যোগী সংঘ প্রাঙ্গনে সংঘের সভাপতি রাহুল কোলের আহ্বানে উপস্থিত ছিলেন জেলা খো খো কোষাধ্যক্ষ সাধন কুমার দে,দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুরাগী সহকারী শিক্ষক সুনীল কুমার মন্ডল ও সংঘের সদস্যবৃন্দ। এছাড়া এদিন সংঘের প্রাক্তন সদস্য সদ্য প্রয়াত বিমল কিশোর ভুঁইঞাকে শ্রদ্ধা জানানো হয় এবং তার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়।।