আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেট দলের তিন খেলোয়াড়

 

     

     

     

    নিজস্ব প্রতিবেদন: আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারতের, 26 শে জুন এবং 28 শে জুন জোড়া টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল।ম্যাচ খেলার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার।

     

     

    ডাবলিনের সুন্দর রাস্তায় দীনেশ কার্তিক, ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র চাহালকে সাইকেল সাওয়ারিতে দেখা গেল। দীনেশ কার্তিক নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন।

     

     

    সদ্য সদ্য দক্ষিণ আফ্রিকার সাথে ঘরের মাঠে ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, রিশব পনথ এর নেতৃত্বে। যদিও রিশব কে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিরিজের ক্যাপ্টেন দীনেশ কার্তিক।