|
---|
মেদিনীপুর: বুধবার সকালে মেদিনীপুর সদর ব্লকের তেতুলতলায় এক বেসরকারি বাসের সঙ্গে ছোট মারুতি কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মারুতি চালক ও মারুতির মধ্যে থাকা এক মহিলা ও শিশু গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের তৎপরতায় মারুতি থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে রাধানাথ নামে বেসরকারি বাসটি ঘাটাল থেকে মেদিনীপুর যাচ্ছিল। সেই মুহূর্তেই মেদিনীপুর থেকে একটা মারুতি কার দ্রুত গতিতে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি কার টেন বাস্কে ধাক্কা মারে আর বাসটি মারুতিকে রক্ষা করার চেষ্টায় আছে জমিতে নেমে যায়।এতে করে এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয় ও প্রচুর যানজটের সৃষ্টি হয়। মুস্তাক মল্লিক নামে স্থানীয় এক ব্যক্তি বলেন এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে আমরাই ওদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি আমরা এখানে দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেডে জন্য দাবি করছি, মানুষের জীবন প্রচুর মূল্যবান সে জীবন যাতে হানি না হয়, তার জন্য সকলকে সচেতন থাকার জরুরী।