|
---|
বাবলু হাসান লস্কর :এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত দোমহনা নদীতে।স্থানীয় মানুষজন বলেন চেইনোগাড়া গ্ৰামের একই পরিবারের তিন জন(দুই বোন এক ভাই)দোমহনা নদীতে স্নান করতে নেমে পা পিছলে গভীর জলে ডুবে মৃত্যু হয় তিনজনের। তিনজন কে দোমহনা নদীর পাশে থাকা স্থানীয় লোকজন জলে ডুবে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি উদ্বার করে, করণদিঘী গ্ৰামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ।একই পরিবারের তিন জনের মৃত্যুতে গোটা পশ্চিম চেইনোগাড়া গ্ৰাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত নাবালিকা রোজিনা খাতুন ৯ ,তাসিনা খাতুন ৭ ,মহমদ রিজুয়ান ৪ বছর,বাবার নাম সাদ্দাম হোসেন,