|
---|
নিজস্ব সংবাদদাতা : হাসপাতালের চিকিৎসা সামগ্রী পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক আয়া-সহ তিন জন। হাসপাতালের বর্জ্য পদার্থ ফেলার টানেল দিয়ে আজ মালপত্র পাচার করতে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় ধরা পড়ে যান। কাটোয়া হাসপাতালের ঘটনা। এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।অভিযোগ, কাটোয়া হাসপাতালে যে টানেল দিয়ে বর্জ্যপদার্থ নিচে ফেলার কথা, সেই টানেল ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চলছিল হাসপাতালে দামি দামি ওষুধ, সেলাইন বোতল, নতুন বেড কভার পাচারের কাজ। আজ সেই একই কাজ করতে গিয়েই পাচারকারীরা ধরা পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তিন জনকেই আটক করে। উদ্ধার করা হয় হাসপাতালের বেড শিট, চাদর, এমনকী সেলাইনের বোতল ও দামি ওষুধপত্র।এদিকে, কীভাবে হাসপাতাল থেকে দ্রব্যসামগ্রী পাচার করা হত তা নিয়ে উঠছে প্রশ্ন। এনিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ (Investigation started by Hospital Authority)। আজ সকাল নাগাদ হাসপাতালের তিন তলা থেকে এক তলায় বর্জ্য পদার্থ ফেলার টানেল দিয়ে অভিযুক্ত আয়া ওষুধ, সেলাইনের বোতল , বেড শিট ফেলে। আর তা নিচ থেকে নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান বাকিরা। খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে।
হাসপাতাল সুপার শেখ সৌভিক আলম জানান, হাসপাতালের বিভিন্ন দ্রব্যসামগ্রী চুরি করে পাচার করার সময় এক আয়া ও আরও দুই জন ধরা পড়ে যান। এই বিষয়ে হাসপাতালের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতালে স্টক মিলিয়ে দেখা হচ্ছে যে কত টাকার ওষুধ , বেডকভার পাচার করা হয়েছে।