|
---|
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : ঘটনা মুর্শিদাবাদ জেলার ডমকল থানার নরজপুর এলাকার যেখানে গত মঙ্গলবার রাতে নিজের বাড়ির শিরিতে বসে ছিল এক তরুণী, সেই রাতের অন্ধকারে প্রতিবেশী ৩ যুবক তাঁকে তুলে নিয়ে চলে যায়। বাড়ির লোক খোঁজা খুঁজি করলে পাশের জঙ্গলে মেয়েকে খুঁজে পাই।
নির্যাতিতা মহিলার মা বলেন সেদিন রাত্রি বেলায় শিরিতে বসে ছিল আমার মেয়ে হঠাত করে ৩ জন ছেলে আসে একজন আমার মেয়ের পা ধরে দুইজন হাত ধরে তুলে নিয়ে চলে যায়। আমি লাইট নিয়ে খোঁজা খুঁজি করতে গেলে পাশের জঙ্গলে ছেঁড়া ফাটা কাপড়ে মেয়েকে পাই। ওই অবস্থায় মেয়েকে বাড়ি নিয়ে আসি আমি।
ঘটনার পর গ্রামবাসীর কাছে মীমাংস করতে যান পরিবার কিন্তু গ্রামবাসীদের দ্বারা সুরাহা হয়না তাই ডমকল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। মেয়ের কথা শুনে একজন দুষ্কৃতী কে গ্রেফতার করে ডমকল থানার পুলিশ এখনও দুইজন পালিয়ে বেড়াচ্ছে। বাকি দুজন দুষ্কৃতী গ্রামবাসীর আস্কারায় পালাতে পেরেছে বলেই জানা যায়
মেয়ের বাবা বলে আমি গরিব মানুষ বাড়িতে ৪ জন অসহায় ব্যক্তি দিন এনে দিন খাই এমন অবস্থায় আমার মানসম্মান নিয়ে টানা টানি আমি ন্যায় বিচার চাই।