টিবি রোগীর পাশে প্রবাসী চিকিৎসক

নূর আহমেদ,মেমারি : ২৩ নভেম্বর,টিবি অন্যতম একটি সংক্রামক মারণব্যাধি। ম্যালেরিয়া ও এইডস্ – এর থেকেও বেশি মৃত্যু হয় টিবির কারণে। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে মোট টিবি আক্রান্তের ২৬ শতাংশই ভারতে। সরকার টিবি রোগীদের ওষুধ হাসপাতাল থেকে বিনামূল্যে প্রদান করলেও তাদের প্রয়োজন পুষ্টিকর খাদ্য। যা অনেক টিবি আক্রান্ত রোগীরা অর্থের অভাবে পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হয়। সেই সব মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন এক প্রবাসী চিকিৎসক।

    শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীন হাসপাতালের ২০ জন টিবি রোগীর জন্য সুষম পুষ্টিকর খাদ্য সামগ্রীর দায়িত্ব নিয়েছিলেন প্রবাসী বাঙালি চিকিৎসক ডা. বুদ্ধদেব দাঁ। সদূর আমেরিকা থেকে তিনি আজ মেমারি গ্রামীন হাসপাতালে এসে ২০ জন টিবি রোগীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। মেমারির ভূমিপুত্র ডা. বুদ্ধদেব দাঁ বলেন, মেমারিতেই তার জন্ম, শিক্ষা দীক্ষা, বেড়ে ওঠা আজ জন্মভূমি ছেড়ে কর্মভূমি আমেরিকা হলেও নিজের জন্মস্থান মেমারির জন্য সবসময় মন পড়ে থাকে তাই তিনি ছুটে আসেন মেমারিতে। মেমারির প্রান্তিক মানুষের জন্য এই ধরনের কাজ করতে পেরে তিনি আপ্লত।
    মেমারি গ্রামীন হাসপাতালের সভাগৃহে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বিএমওএইচ ডা দেবাশীষ বালা সহ অন্যান্যরা।