|
---|
নিজস্ব সংবাদদাতা: সুন্দরবন মানে যে শুধু বাঘ তা কিন্তু নয় আরো অন্যান্য পশু পাখির বাস রয়েছে সুন্দরবনে। সুন্দরবনের বসবাস করে বিলুপ্তপ্রায় প্রজাতি বাঘরোল। এই প্রথমবার এই প্রাণীর গণনা করা হলো, গণনা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনে।
সুন্দরবনের বাঘ গণনা করার সময় বিভিন্ন প্রান্তে বসানো হয়েছিল ক্যামেরা। সেই ক্যামেরায় মধ্যেই ধরা পড়ে বাঘরোলের চিত্র। মোট ৩৬৫ টি বাঘরোল কে চিহ্নিত করণ করা হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে জানানো হয়েছে, সুন্দরবন মানেই যে শুধু বাঘ তা কিন্তু নয়। সুন্দরবনের আরো অন্যান্য পশু পাখি বাস করে, তার মধ্যে রয়েছে বাঘরোল।