|
---|
TIKTOK থেকে ZOOM’ 52টি চীনা অ্যাপকে ব্লক করার পরামর্শ দিল গোয়েন্দা বিভাগ
নতুন গতি ওয়েব ডেস্ক:
ভারতীয় গোয়েন্দা সংস্থাদের তরফ থেকে একটি লিস্ট দেওয়া হয়েছে, যার মধ্য়ে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, জুম, ক্লিন মাস্টারের মতো কিছু অ্য়াপ রয়েছে
ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে কেন্দ্র কে 52টি চাইনিজ অ্য়াপ ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে
জাতীয় নিরাপত্ত কাউন্সিলও মনে করছে ওইসব অ্যাপ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে
ভারত-চীন সীমান্তে চলমান লড়াইয়ের পর থেকে ভারতে চীনা পণ্য নিষিদ্ধ করার দাবি উঠেছে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আত্মনির্ভর’ ভারতের গঠনের কথা বলার পর থেকেই দেশে চীনা প্রোডাক্ট ব্য়ান করার দাবি উঠেছে। এরই মধ্য়ে একাধিক গোয়েন্দা সংস্থার তরফ থেকে কেন্দ্র সরকার কে সতর্ক করা হল এই চীনা অ্য়াপগুলি নিয়ে। ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে কেন্দ্র কে 52টি চাইনিজ অ্যাপকরার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া স্মার্টফোন ব্য়বহারকারীরা এই রকম কোনও অ্য়াপ যাতে ব্য়বহার না করেন সেই নিয়েও সতর্ক করা হয়েছে। গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে এই অ্যাপ গুলির মাধেওমে দেশেরে মানুষদের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাদের তরফ থেকে কিছু সন্দেহজনক অ্যাপ গুলির একটি লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে।
Google Play Store থেকে ডিলিট করে দেওয়া হল 36টি জনপ্রিয় অ্যাপ, আপনিও ফোন থেকে এক্ষুনি করে ফেলুন ডিলিট।এই লিস্টে রয়েছে কিছু জনপ্রিয় অ্য়াপও। তার মধ্য়ে রয়েছে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, জুম, ক্লিন মাস্টারের মতো কিছু অ্য়াপ। জাতীয় নিরাপত্ত কাউন্সিলও মনে করছে ওইসব অ্যাপ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। আর সেই জন্য় ব্য়বহারকারীদের এই অ্য়াপগুলি ব্য়বহার করা নিয়ে নিষেধ করা হচ্ছে।
কোন কোন চীনা অ্যাপ বিপজ্জনক দেখে নিন লিস্ট:
TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo- QU Video Inc, Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab), Mi Community, DU recorder, YouCam Makeup, Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah, CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space