|
---|
খান আরশাদ, বীরভূম:
আগামী দুই মাস বন্ধ থাকবে তিলপাড়া ব্যারেজ। ব্যারেজের মেরামতির জন্যই সাময়িকভাবে এই দুই মাস ব্যারেজে উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।
বীরভূমের সিউড়িতে এ বিষয়ে বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সহ সেচ দপ্তর, পরিবহন দপ্তর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা ঝাড়খণ্ডের দুমকা জেলার আধিকারিকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন।
এই ব্যারেজে সম্প্রতি ফাটল লক্ষ্য করেন বিশেষজ্ঞরা। ফলে ব্যারেজটি মেরামত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই মেরামতির কাজের জন্যই আগামী দুই মাস তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ১৫ই ডিসেম্বর থেকে এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং তা কাজ শেষ না হওয়া পর্যন্ত দুই মাস এই গান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। জানা গিয়েছে এই দুই মাস এই ব্যারেজের তিলপাড়া ব্যারেজ দিয়ে কোন ভারী যান চলাচল করা যাবে না। তবে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি , বাইক এবং তিন চাকার যান গুলি চলাচল করতে পারবে।
আগামী ১৫ই ডিসেম্বর থেকে পরবর্তী দুই মাস তিলপাড়ার ব্যারেজের মেরামতির কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত তিলপাড়া ব্যারেজ দিয়ে বড় ভারী যান চলাচল করতে পারবে না।