দার্জিলিং মেলের সময়সীমা ও স্থান পরিবর্তন করা হয়েছে

নিজস্ব সংবাদদাতা:  রেল কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে দার্জিলিং মেল যাত্রা শুরু করবে লদিবাড়ি থেকে । তবে রেলের এই সিদ্ধান্তে সহমত পোষণ করলেন না শহরের বিধায়ক শঙ্কর ঘোষ ।

    তিনি জানান , দার্জিলিং মেল শহরের ঐতিহ্যবাহী একটি ট্রেন । এটা নিউ জলপাইগুড়ি স্টেশনের একমাত্র ট্রেন যা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে শিয়ালদা পর্যন্ত পৌঁছায় । তাই দার্জিলিং মেল যদি হলদিবাড়ি থেকে নিজের যাত্রা শুরু করে তাহলে নিজের নামের ঐতিহ্য হারাতে পারে এই দার্জিলিং মেল । তাই শঙ্কর ঘোষ জানালেন তিনি আবেদন করবেন প্রথমে,যদি কথা না শোনা হয় তবে তিনি বড়সড় আন্দোলন শুরু করবেন।কারন শিলিগুড়ির ঐতিহ্য দার্জিলিং মেল,তিনি চাইবেন এই ট্রেন যেন শিলিগুড়ি থেকেই ছাড়ে।অন্য কোন জায়গা থেকে ছাড়বে এটা তিনি কোনমতেই মেনে নেবেন না।