|
---|
আজিজুর রহমান,গলসি : স্বামীর সাথে বিবাদের জেরে নিজে এবং ছেলের গলাই দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা বছর ২৬শের এক মহিলার। গলসি থানার শিড়োরাই গ্ৰামে এমন ঘটনায় হতচকিত গ্রামবাসীরা। স্থানীয়দের থেকে জানা গেছে, আজ সকালে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তার পর তার স্বামী পানাগড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুর ৩ টে নাগাদ গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে দেন। স্থানীয়দের বক্তব্য, প্রথমে নিজের ছেলে গলাই দড়ি দিয়ে ঝুলিয়ে ঠিক তারপরই নিজে গলাই দড়ি নেন গৃহবধূ। কিছুক্ষন পর বাড়ির ভিতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই দুই জনকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।স্থানীয় সূত্রের খবর কি কারনে ওই আত্মহত্যার চেষ্টা সে বিষয়ে তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।