তিনবারের চেয়ারম্যান হাসিনা শবনম

সেখ আব্দুল আজিম (ডানকুনি) : আরো একবার নাজমুস সাকিব ঝলমল করল ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনমের মানবিক দিক দিয়ে। প্রসঙ্গত তিনবারের চেয়ারম্যান হাসিনা শবনম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া সেকেন্ড ইন কমান্ড তরুণ তুর্কি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্ডীতলার বিধায়ক খন্দকারের উপদেশ গুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে ভাবে পালন করে চলেছেন যা অনেক সময় অগোচরে রয়ে গেছে। ১৩ই নভেম্বর ২০২৪ রাত্রি প্রায় সাড়ে দশটার সময়
হাসিনা শবনমের মানবিক দিক চিরস্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে এক টোটোচালক তাঁর অসুস্থ স্ত্রী কে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।ডানকুনি হাউসিং মোড়ে এসে টোটোটির ব্যাটারি বসে যায়।এই খবর ডানকুনির চেয়ারম্যান হাসিনা শবনমের কাছে পৌঁছালে তিনি তৎক্ষণাৎ পৌরসভার এ্যাম্বুলেন্স পাঠান, যাতে অসুস্থ রোগিটির দ্রুত চিকিৎসা পান।ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনমের এহেন উদ্যোগ কে সকলকে স্বাগত জানিয়েছে।