|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : আজ তিনদিন হয়ে গেল তবুও মিললোনা গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়া ৫বছরের শিশু ইসমাইলের মৃত দেহ।তবে উদ্ধারকার্য চলছে দ্রুত গতিতে কিন্তু সাগরদিঘী ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা ছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্ৰুপের তরফ থেকে উদ্ধারকাজ চলছে গঙ্গাবক্ষে। প্রসঙ্গত শনিবার দিন মা তাহেরা বিবির সঙ্গে গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় পাঁচ বছরের শিশু ইসমাইল সেখ, সেদিন পরিবারের লোক ও এলাকাবাসী শত খোঁজাখুঁজি করলেও মেলেনি ইসমাইলের দেহ, এরপর থানায় খবর গেলে সাগরদিঘী থানা ও ব্লক প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্ট যৌথভাবে এই উদ্ধারকার্য চালাচ্ছে। এদিন ঘটনা স্থলে উপস্থিত ছিলেন সাগরদিঘীর থানার এস.আই প্রিয়তোষ সিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্ৰুপ, কাবিলপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বিশ্বাস সেখ, আব্দুর রাজ্জাক, শামসুজ্জোহা, সানাউল্লাহ প্ৰমুখ। খান মোহাম্মদের ছোটো ছেলে গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ায় তার মা- বাবা, পরিবার সহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া, কারণ ফুটফুটে একটি শিশু অকালেই এভাবে তাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারেনি।