দুস্থদের চিকিৎসার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করছেন মোথাবাড়ি এলাকার চিকিৎসক টিংকু শেখ

নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আবহে আর্থিক সংকট ও দুস্থদের চিকিৎসার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করছেন মোথাবাড়ি এলাকার চিকিৎসক টিংকু শেখ। করোনায় অনেক কিছু থমকেছে। থমকে যায়নি সেবাব্রতী মনোবৃত্তি। মানুষের মধ্যে আর্থিক সংকটে ও গ্রামীন বহু দুস্থদের চিকিৎসার জন্য ময়দানে নেমেছেন ও চিকিৎসা করছেন মালদার কুমারগঞ্জ হাসপাতালের মেডিক্যাল অফিসার তথা কালিয়াচক-২ ব্লকের বাঙ্গীটোলার ভূমিপুত্র তরুণ চিকিৎসক টিংকু শেখ (33 )। শনিবার কালিয়াচক -২ ব্লকের পঞ্চানন্দপুরের দামোদরটোলার জ্ঞান ভারতী বিদ্যালয়ে প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আগত রোগীদের বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়। মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষনীয়। নিরন্জন সরকার ৭০ সুধাংশু মন্ডল চিকিৎসা করান। আসেন সোনালী সরকার তাঁর দুই ছেলে মেয়েকে নিয়ে ক্যাম্পে চিকিতসান্তে বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি হয়েছেন। তাদের বক্তব্য, এইধরনের সেবামূলক কাজ ও চিকিৎসা পেয়ে খুশি। দিনভর চলে এই কার্যক্রম। এদিন মেঘুটোলা, তুলসিরাম টোলা বিভিন্ন গ্রামের প্রায় 700 জন রোগীকে এদিন মেডিকেল চেকআপ করেন চিকিৎসক টিংকু শেখ। এদিন শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চানন্দপুর দামোদরটোলা রাসোৎসব কমিটির সম্পাদক অনিরুদ্ধ ঘোষ, দেবায়ন সরকার, রথবাড়ি সমাজসেবী যুবক হাসানুজ্জামান প্রমুখ। তাঁরা উদ্যোগের প্রশংসা করেন। চিকিৎসক টিংকু শেখ জানান করোনা আবহের ধাক্কায় মানুষের আর্থিক সংকটে ও চিকিত্সা করাতে অনেকে পারেন না। তাই এই মুহূর্তে আমার জন্মভূমি এলাকায় বিভিন্ন গ্রামে বিনা পয়সায় গরিব মানুষদের চিকিৎসা করতে সচেষ্ট রয়েছি। ফ্রী মেডিকেল ক্যাম্প এর মাধ্যে দিয়ে সেই কর্মসূচির করলাম। আগামীতে ও কার্যক্রম চলবে। চিকিৎসার ফাঁকে রোগীদের কীভাবে ভালো থাকা যায় টিপস দেন টিংকু সেখ।