|
---|
সংবাদদাতা : সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগী সোহাগী মুর্মুর গতকালকে থেকেই প্রয়োজন ছিল রক্তের। ব্লাড ব্যাংক রয়েছে রক্তশূন্য তাই হাসপাতাল থেকে মেলেনি রক্ত, এরপর প্রায় ২৪ ঘন্টা রক্ত খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা রক্তের সন্ধান করতে না পেরে অবশেষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক এবং অন্যতম রক্তযোদ্ধা সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করেন। রক্তের প্রয়োজনীয়তার কথা সঞ্জীবের কানে আসতেই তিনি সাগরদিঘী থানারই এক সিভিক কর্মী উদায়উল ইসলামকে ফোন করে রক্তদানের জন্য আবেদন করেন। সঞ্জীবের এক কথায় ডিউটিরতো অবস্থাতেই সাগরদিঘী হাসপাতালে রক্তদানের জন্য ছুটে আসেন তিনি। সেখানেই সঞ্জীব দাসের উপস্থিতিতে তিনি রক্তদান করেন। সঞ্জীব দাসের সাথে কথা বলে জানা যায় এই নিয়ে রক্তদাতা ২৮ বার রক্তদান করল এবং অনেকবারই তার এক ডাকে তিনি রক্তদান করতে ছুটে এসেছেন। অসংখ্য ধন্যবাদ জানান উনি রক্তদাতাকে। পাশাপাশি আর কয়েকদিন পরেই তার জন্মদিন উপলক্ষে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে ৬ই জুন সকাল ১০ ঘটিকায় সাগরদিঘী থানা থানা প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই শিবিরে সকলকে উপস্থিত থাকার এবং সম্ভব হলে রক্তদান করার জন্য আবেদন জানান।