ট্রিপল রাইডিং ও হেলমেট বিহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে পুলিশ

আজিজুর রহমান,গলসি : দুর্ঘটনা রুখতে এবার মোটরবাইক চালকদের সতর্ক করলো পুলিশ। এদিন থানার ট্রাফিক নোডাল অফিসার মোহন চক্রবর্তী ও তার টিম এলাকার ১৯ নং জাতীয় সড়ক সহ দুতিনটি মোড়ে অভিযান চালান। সেখান থেকে বেশ কয়েকটি বেপরোয়া বাইক চালকের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করেন তিনি। এদিন  হেলমেট বিহীন ও দুইজন বেশি মোটরবাইকে চড়া আরোহীদের সতর্ক করে পুলিশ। জানতে পারা গেছে, জাতীয় সড়ক সম্পসারন হওয়ায় এলাকায় দুর্ঘটনার প্রবনতা বেড়ে গেছে। স্থানীয়রা হেলমেট ছাড়াই বেপরোয়া হয়ে জাতীয় সড়কে মোটরবাইক নিয়ে উঠে পরছেন। পাশাপাশি একই বাইকে তিনজন চড়ে গলসি বাজার সহ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যার ফলে বিগত দিনে দুর্ঘটনায় পরে মাথায় আঘাত লেগে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এবার এমন করলে ব্যবস্থা নেবে গলসি পুলিশ। যা এদিনের অভিযান থেকে স্পষ্ট জানা গেছে। বাইক চালক, আসরাফ সেখ বলেন, তিনি তার বন্ধুর বাইকে চড়ে গলসি বাজার যাচ্ছিলেন। বাজার ঢোকার মুখে পুলিশ তাদের ধরে সতর্ক করছে। তবে এবার থেকে হেলমেট বিহীন ও ট্রিপল রাইডিং করলে ব্যবস্থা নেবে পুলিশ। শিক্ষক সেখ ফিরোজ আলি বলেন, হেলমেট বিহীন প্রচুর মানুষ গাড়ি চালাচ্ছেন। এটা একদম উচিত নয়। এর ফলে দুর্ঘটনায় প্রানহানীর আশঙ্কা বাড়ছে। জাতীয় সড়ক চাওড়া হওয়ায় ফুটপাত কমে গেছে। যার জেরে প্রতিদিন ছোটবড় দুর্ঘটনা লেগে রয়েছে।  আমাদের সকলের উচিত হেলমেট পরে বাইক নিয়ে বের হওয়া। তিনি বলেন, পুলিশের ভয়ে নয় নিজের সেফ এর জন্য হেলমেট পরা দরকার।