বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়

 

    মোঃ রিপন, বীরভূম

    পশ্চিমবাংলার 42 তম আসনে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী হিসাবে শতাব্দী রায়ের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি| গত দুবারের সাংসদ আবার বীরভূমের প্রার্থী হিসেবে ভোটে লড়বেন|শতাব্দী রায়ের নাম ঘোষণা হওয়ার পরেই দেওয়াল লিখন শুরুর কাজ চলছে সারা বীরভূম জুড়ে|