|
---|
মালদা: মালদা জেলা পরিষদের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা পত্র পেশ করলো জেলা পরিষদের তৃণমূল সদস্যরা। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল সহ বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করে। এরপরই জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয় বাক যুদ্ধ। শেষমেষ এদিন 23 জন সদস্যকে নিয়ে ডিভিশনাল কমিশনার দেবতোষ মন্ডলের হাতে অনাস্থা পত্র পেশ করে তৃণমূল। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূর জানান, বর্তমানে 23 জন সদস্য উপস্থিত আছেন। তৃণমূলের দখলেই জেলা পরিষদ। তবে বিধানসভা নির্বাচনের আগে যারা দলকে বিপদে ফেলে বিজেপিতে গেছেন তাদের দ্বিতীয়বারের জন্য তৃণমূলে নেওয়া হবে না।