|
---|
বিশ্বদীপ, বালুরঘাট – ওদের কারো বাবা আছে মা নেই, কারো মা আছে বাবা নেই। কারো বাবা মা কেউ নেই। ওরা বালুরঘাট নিবেদিতা হোমের আবাসিক। সবাই যখন বড়দিনে নিজের মত করে আনন্দে ব্যাস্ত ঠিক তখনই ওদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল তৃনমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিট। বালুরঘাট কলেজ ইউনিটের ছাত্ররা নিজেদের মধ্যে পাঁচ টাকা দশ টাকা চাঁদা তুলে গত কাল কেক ও কলা কিছু টিফিন নিয়ে পৌছে গেছিলো নিবেদিতা হোমে। হোমে প্রায় পঞ্চাশ জন আবাশিকের হাতে তারা এই খাবার তুলে দেয়। নিবেদিতা হোমের ক্ষুদে বাসিন্দা দের জন্য কিছু করতে পেরে খুসি তৃনমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সদস্যরা। তাদের পাশে শান্টার ভুমিকায় বড় দাদা দের পেয়ে খুসি এই ক্ষুদেরাও। আজকের দিনে সবাই যখন নিজের টাই ভাবতে ব্যাস্ত ঠিক তখনই তৃনমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের এই উদ্যোগ সত্যি সাধুবাদ যোগ্য।এই বিষয়ে বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় শ্রদ্ধেয় অভিষেক ব্যানার্জীর নির্দেশে ও পার্থ চ্যাটার্জী সহচর্যে আমাদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সহযোগিতায় আমরা আজ এই উদ্যোগ নিয়েছি। রোজই তো আমরা নিজেদের জন্য আনন্দ করি আজ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এই ছোট্ট বোন গুলির মুখে হাসি ফোটাতে চেষ্টা করলাম।