|
---|
কালিয়াচক,নতুন গতি: কালিয়াচক -১ কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে, মাঠের আলে দাড়িয়ে কৃষকদের স্বার্থে মেঠো আন্দোলনে যোগ দিলেন কালিয়াচকের অসংখ্য কৃষক সহ তৃনমূল কংগ্রেসের নেতা-নেত্রীবৃন্দ। উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা ৫৩ সুজাপুরের জননেতা মোহাম্মদ কুরবান সেখ, রাফিক আলম, আইনজীবী বাদরুদ্দিন আহমেদ, আজম আলী, মোঃ নাসিরউদ্দিন সেখ, সাজিরুল সেখ ও জালুয়াবাধাল অঞ্চল প্রধান আনজুন মন্ডল প্রমুখ।
কুরবান সাহেব বলেন, কেন্দ্র সরকারের লাগতার জনবিরোধী নীতির ফলে কৃষক সহ সমস্ত আমজনতার জীবন বিপন্ন হয়ে পড়েছে, তাছাড়া জিএসটি, আমফান সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যোর বকেয়া না দেওয়ার নিন্দা করে, কুরবান সাহেব এই ফ্যাসিবাদি মোদি সরকারকে দেশ থেকে উচ্ছেদ করার আহ্বান জানান কৃষিজিবী মানুষের কাছে ।তিনি আরও বলেন যেভাবে মমতা সরকার কৃষক, শ্রমিক মানুষের পাশে দাঁড়িয়েছেন তা প্রশংসিত ।