তৃণমূল কংগ্রেস আবারও শক্তি বৃদ্ধি করল কুলতলিতে

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধান সভার জালাবেড়িয়া এক নাম্বার অঞ্চলে  তৃণমূল কংগ্রেসের আবার  শক্তি বৃদ্ধি। তিন হাজারের অধিক বিজেপি, সি পি আইএম,কংগ্রেস, এস ইউ সি আই  থেকে মানুষ জন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় ।

    জালাবেরিয়া ১ নম্বর  অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সম্মেলন ,যোগদান মেলা ,বিধায়ক সম্বর্ধনা সভায়।বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে   মিছিল আসে যোগদান সভায়।হাজারে-হাজারে মানুষ  মিছিল সহযোগে সভায় আসেন। প্রশাসনের ব্যাধা থাকা সত্যেও অসংখ্য মানুষের জমায়েত ,আর এই যোগদান  অনুষ্ঠানে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের হাত থেকে পতাকা তুলে নিতে ভীড় করে । সাড়ে তিন হাজারের অধিক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এমনি জানিয়েছেন বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল ।

    এই যোগদান সভায় উপস্থিত ছিলেন  কুলতলী ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আবুবক্কর সর্দার, মিলন পুরকাইত, শ্যামাপদ নাইয়া,শ্যামাপদ নস্কর, হাড়োমনি নস্কর,পারমিতা কয়াল, শাহাদাত শেখ, বিমল মন্ডল, গুণধর সরদার, মান্যবর হালদার, হাকিম সরদার ,রুপা খান, অঞ্চল প্রধান অসীম হালদার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । কুলতলিতে বিরোধীদের ঘর ভেঙে নিজেদের  ঘর গোছানো প্রতিনিয়ত লেগেই আছে  বুথ থেকে অঞ্চল অঞ্চল থেকে বিধানসভা এমন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে।