|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদার রতুয়ায় দলীয় মঞ্চ থেকে জেলার নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রুতুর তৃণমূল নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষের স্বামী শেখ ইয়াসিন।
রতুয়া বিধানসভা কেন্দ্রের কো-অডিনেটর মানব ব্যানার্জি সম্পর্কে তিনি বলেন, রতুয়ায় সামসি তে তোমার বাড়ি একটা বুথের ত্রিশটা ভোট পেয়ে দেখাও।তুমি টাকা নিয়ে জেলা কমিটিতে ঢুকিয়েছো। তুমি তোমার বুথ থেকে ত্রিশটা ভোট বের করতে পারবে না। এখানে কো-অডিনেটর থাকবা অঞ্চল কমিটি গঠন করবো টিএমসির টাকা নিবা সেটা কিন্তু বরদাশত করা হবে না। জেলার কোন কোন নেতা বলছেন পতাকা ধরলে নেতা হয়না। আমি তাদের বলবো আগে জেলার জননেতা হয়ে দেখান। আমার পার্টির লোকেরা চেষ্টা করেছিল যাতে এই জনসভায় লোক না হয়। কিন্তু ঈশ্বর চাইলে তুমি তো পারবে না। জেলার নেতারা গত বিধানসভা নির্বাচনে আমাকে তিন মাস জেল খাটিয়েছিল বিনা অপরাধে। আমরা তাদের বলব নিজের পায়ের তলার মাটি দেখো ভাই পড়ে অন্যের টা দেখব।