বিজেপির পরিবর্তন রথযাত্রার পাল্টা কর্মসূচি হিসাবে গঙ্গাসাগরের পূণ‍্যভূমিতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, সাগর: বিজেপির পরিবর্তন রথযাত্রার পাল্টা কর্মসূচি হিসাবে গঙ্গাসাগরের পূণ‍্যভূমিতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন তৃণমূলের। আর যার জেরেই এই মুহুর্তে সাগরে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সূত্রের খবর ১২ ই ফেব্রুয়ারি গঙ্গাসাগরের বিজেপির পরিবর্তন রথযাত্রা উদ্বোধণে আসার কথা ছিল সরাষ্ট মন্ত্রী অমিত সাহের। কিন্তু অনিবার্য কারণবশত সেই কর্মসূচি বাতিল হয়। আর তার পরেই আসরে নামে তৃণমূল। রথযাত্রার পাল্টা হিসাবে সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা,১২৫ জন বাহ্মণ ও ২৫ জন বৈষ্ণব নিয়ে মহাযজ্ঞের আয়োজন করেন। যদিও এ নিয়ে বিধায়কের দাবি এই যজ্ঞ মা মাটি মানুষ সরকারের মঙ্গল কামনা এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পুনরায় মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করার লক্ষ্যে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। যজ্ঞ দেখতে সকাল থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ভিড় করেছেন সাগরের বেলাভূমিতে।