মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

নতুন গতি নিউজ ডেস্ক:বিস্ফোরক মন্তব্য জলঙ্গি থানার অন্তর্গত তৃণমূল পরিচালিত সাদিখানদেয়ার অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধানের। প্রধানের অভিযোগ জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তৃণমূল ব্লক সভাপতির কথাতে চলেন। মাস তিনেক আগে সাদিখানদেয়ার পঞ্চায়েতের কাজের টেন্ডার নিয়ে চ্যাটে ভাঙচুর চালায় তৃণমূল ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকির অনুগামীরা বলে অভিযোগ।

    এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।কিন্তু পরে আবার সভাপত রাকিবুল ইসলাম রকি নেতৃত্বে মিথ্যা কেস দেওয়া হয় ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বলে অভিযোগ প্রধানের।সাদিখানদেয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ রাকিবুল ইসলাম মিথ্যা ভাবে ওসিকে দিয়েই কেস দিয়েছে প্রধানের বিরুদ্ধে।

    তবে এবিষয়ে কন্টাকটার ও অঞ্চল সভাপতি, প্রধানের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেন কাটমানির জন্যই এইসব ঘটনা ঘটেছে।তিনারা বলেন আসল বিষয় হল প্রধান কাটমানি চেয়েছিল মূলত সেই কাটমানি কে কেন্দ্র করে যত ঝামেলা।পুরো বিষয় নিয়ে জলঙ্গি ব্লক দক্ষিণ জোনের সভাপতি রাকিবুল ইসলাম রকি সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন তিনি একুশে জুলাই কে নিয়েই ব্যস্ত আছেন অতএব তিনি এখন কিছু বলতে চান না।