তৃণমূলে যোগ দিলেন তারকা দম্পতি নীল-তৃণা

 

    মহঃ মফিজুর রহমান , নতুন গতি :
    ভোটের মুখে রাজনৈতিক দলে নাম লেখানোর হিড়িক তারকাদের । এবার এই তালিকায় যুক্ত হল তারকা দম্পতি নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহার নাম । আজ পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে নাম লেখালেন শাসকদল । তৃণমূল কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে হাতে তুলে নিলেন দলীয় পতাকা । শাসকদলের পতাকা হাতে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা দেন নীল – তৃণা । উল্লেখ্য , টেলি তারকা নীল – তৃণার তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা চলছিল বেশ অনেক দিন ধরে । সম্প্রতি নীল – তৃণার বিয়ের আসরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তাদের আশীর্বাদ করতে । বিয়ের আসরে দিদির উপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয় । অবশেষে জল্পনার অবসান হলো আজ । শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসকদলে নাম লেখালেন তারকা দম্পতি নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা । মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানালেন নীল – তৃণা । তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দিদির হাত শক্ত করার বার্তা দিলেন টেলিভিশনের এই নব দম্পতি ।