|
---|
কলকাতা: আইনজীবিদের বিক্ষোভ আছড়ে পড়লো কলকাতা হাইকোর্টের ১৭ নম্বর এজলাসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ–ঘেরাও করা হয়। বিচারপতি এজলাসে আসার আগে এজলাসের সামনে হাতাহাতিও হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি পক্ষের আইনজীবীদের মধ্যে।
জানা গেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরপর সিবিআই তদন্তের নির্দেশ ও এক্তিয়ারের বাইরে গিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হওয়া ঘিরে তৃণমূলের ল’সেলের আইনজীবীদের বিক্ষোভ। এজলাস বয়কট করলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা।
আজ এই বিক্ষোভ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবীদের শান্তি বজায় রাখার অনুরোধ করে বলেন “আপনাদের সমস্যা কী, বলুন আমাকে। আমি আর ৫–৭ মিনিট সময় দেব। আপনাদের যা দাবি বলুন। আমি তা শুনানির অংশ হিসাবে নেব না। এবং তা রেকর্ডেও থাকবে না। আপনাদের অনুরোধ করছি শান্তি বজায় রাখুন।”