প্রার্থীর নাম নিয়ে বিভ্রান্তি, বৈঠক ডাকলো তৃণমূল

বাঁকুড়া: প্রার্থীর নাম নিয়ে বিভ্রান্তি তৈরি বাঁকুড়ার বিষ্ণুপুরে। তাই এই বিষয় ঘিরে আজ বৈঠক ডেকেছে তৃণমূল।

    বিষ্ণুপুর পুরসভার ১৯ নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়েছে অতনু মন্ডলের। সমস্যাটি হল একই নামের রয়েছে দুজন।

    দুই অতনুর দাবি তারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং দুজনেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন।

    তৃনমূল বিষ্ণুপুর টাউন সভাপতি সুনীল দাস জানিয়েছেন, এই ঘটনায় দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আজ বৈঠকে বসা হবে। সেখানেই আলোচনার মাধ্যমে জানা যাবে আসল প্রার্থী অতনু মণ্ডলকে।