|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যে ব্যর্থতার পর কংগ্রেসকে সরাসরি আক্রমণ বাংলার শাসক দল তৃণমূলের।
শুক্রবার ‘জাগো বাংলা’র প্রথম পাতায় ‘কংগ্রেস ব্যর্থ, বিজেপি রুখতে বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেসই’ তে লেখা হয়েছে – “বিজেপিকে চোখে চোখ রেখে লড়াই করে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসের বাংলা মডেল। ফলে আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলার নেতৃত্বেই বিকল্প মঞ্চ তৈরি হবে।”
তৃণমূলের মুখপাত্র আরো বলেন “পাঁচ রাজ্যের এই ফলাফল বিশ্লেষণ করলেই বোঝা যাচ্ছে, এর কোনও প্রভাব লোকসভায় পড়বে না। ২০২৪-এর ভোটের সঙ্গে এই ভোটের যাঁরা সম্পর্ক জোড়ার চেষ্টা করছেন, তাঁরা ভুল করছেন।”
একই রকমের বক্তব্য পেশ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর একটি টুইটে “ভারত জয়ের লড়াই হবে ২০২৪-এ এবং তখনই বোঝা যাবে দেশ কার হাতে, রাজ্যে নির্বাচনে কিছু প্রমাণ হওয়ার নয়। এসব মিথ্যা আশ্বাসে কান।”