তৃণমূল সাংসদ দেব জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে

নতুন গতি ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এই কথাই জানালেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। যখন সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলি একসঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, তখন তৃণমূল সাংসদের এই ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এদিন নিজের সংসদীয় এলাকায় বন্যা পরিস্থিতির পরিদর্শনে এসে ক্ষোভ উগরে দেন অভিনেতা দেব। এই প্রসঙ্গে তিনি জানান, ‘‌ভোটের আগে অনেকে এসে বলেছিলেন সোনার বাংলা বানাব। এটা করব, সেটা করব। এখন ভোটের পরে কারও কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।’‌ একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এলাকার সাংসদ জানান, ‘এতদিন ধরে এত কথা বলার পর এত চিঠি দেওয়ার পরও যদি ঘুম না ভাঙে, তাহলে আর কিছু বলার নেই। শুধু ভোটের সময় এসে বড় বড় কথা বলে চলে যান।’ তাঁর মতে, ‘ঘাটালের মানুষের দীর্ঘদিনের এই দাবিকে অবহেলা করে অন্যায় করা হচ্ছে। আমি নিজে সংসদে বহুবার বলেছি। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র হাতই দিচ্ছে না।’ এদিন তিনি জানান, ‘মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে। তাঁর দল সব সময় মানুষের পাশে থাকার কথা বলে। আমাদের চেষ্টা হবে, এই সময়ের বিরুদ্ধে লড়াই করে পেরিয়ে যাওয়া ও মানুষকে আবার পুরনো জীবনে ফিরিয়ে আনা।’

    একইসঙ্গে কিছুটা ক্ষোভের সঙ্গেই এলাকার সাংসদ জানান, ‘‌আমি সাধারণত কারও নিন্দা করি না। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যতদিন না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে মনে হয় না।’‌ একইসঙ্গে তৃণমূল সাংসদ জানান, মানুষকে ভালো রাখার জন্যই রাজনীতি। কিন্তু এখন রাজনীতি অন্য কথা বলে। মানুষের জন্য খুব কম দলই কাজ করে।