|
---|
নতুন গতি,মালদা ২৩ফেব্রুয়ারী: তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে চলছে একের পর এক কর্মসূচি। লঞ্চ হচ্ছে বিভিন্ন স্লোগান। ঠিক যেমন কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল “বাংলার গর্ব মমতা।” ভোটের সামনে লঞ্চ হল “বাংলা নিজের মেয়েকেই চায়।” সব জায়গায় তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ হচ্ছে এই স্লোগান। তেমনি আজ মালদা জেলার হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে, “বাংলা নিজের মেয়েকেই চায় “স্লোগান লঞ্চ হয়। এই কার্যক্রমের সূচনা করেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস। এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক, জামিরুদ্দিন, হাজী ওমর আলী, মনজুর আলম, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক কৃষক সেলের সভাপতি মকদম আজম এবং হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যা রিজিয়া সুলতানা,মোহন মুসুদ্দি, বিনোদ গুপ্তা সহ তৃণমূল কর্মীরা।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস বলেন,” গত কুড়ি তারিখ আমাদের প্রিয় নেত্রী এই শ্লোগান লঞ্চ করেছেন। তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জিই মুখ্যমন্ত্রী হবেন। আজ রাজ্যের প্রতিটি ব্লকে স্লোগান লঞ্চ হচ্ছে। আমাদের হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকেও অফিশিয়ালি ভাবে লঞ্চ হল। এরপর সমস্ত পঞ্চায়েত এবং বুথে এই শ্লোগান ছড়িয়ে দেওয়া হবে। বাংলায় কোন অবাঙালি বা বহিরাগত মুখ্যমন্ত্রী হবে না। আমাদের সরকার প্রচুর উন্নয়ন করেছে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে। শেষ এক মাসে ৩০ হাজার জনের চাকরি হয়েছে।” সঙ্গে তিনি কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন,” ওইদিকে দেশজুড়ে বেকারত্ব বাড়ছে। রেল ,পোস্ট অফিস, এলআইসি কেন্দ্র সরকার সব বিক্রি করে দিচ্ছে।”
এই মুহূর্তে সরগরম বাংলার রাজনীতি। বঙ্গ দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। কেন্দ্র থেকে তাদের নেতা মন্ত্রীরা প্রতিদিন আসছেন প্রচার এর জন্য। তৃণমূলও মরিয়া ক্ষমতা ধরে রাখতে। তারা বারবার বিজেপিকে বহিরাগত বলে। আর সেই দিকে লক্ষ্য রেখেই এই শ্লোগান লঞ্চ বলে মনে করছে রাজনৈতিক মহল।