শিরাকোল অঞ্চলের পিঁয়াজগঞ্জে আব্দুল রহিম মোল্লা উদ্বোধন করলেন তৃনমুলের পার্টি অফিস

জাকির হোসেন সেখ,শিরাকোল : আজ ৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় শিরাকোল গ্রাম পঞ্চায়েতের ২২ নং বুথ ও ১৭ নং সংসদের অন্তর্গত পিঁয়াজগঞ্জ মুসলিম পাড়ায় সাড়ম্বরে উদ্বোধন হল তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।শিরাকোল অঞ্চল TMYC সভাপতি তথা শিরাকোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্ত্রীপুত্র আব্দুল রহিম মোল্লার ঐকান্তিক প্রচেষ্টা,উদ্যোগ ও নেতৃত্বে এবং এলাকার পঞ্চায়েত সদস্যা শ্যামলী মন্ডল, শ্যামলী মন্ডলের স্বামী যুব কর্মী কেষ্ট মন্ডল, আনসার মোল্লা, নেপুর মোল্লা, সামাদ মোল্লা, স‌ইদুল মোল্লা, আলতাব মোল্লা সহ সমস্ত গ্রামবাসীদের সহযোগিতা সমর্থনে এই মহত কাজ সম্ভব ও সম্পন্ন হল।

    উল্লেখ্য বিষয় হল, স্থায়ীভাবে তৃনমুল কংগ্রেসের এই অফিসের জন্য এজমালি শরীক থেকে ভুমি দান করেছেন তৃনমূল কংগ্রেস কর্মী ১)) আনসার মোল্লা, ২)) নেপুর মোল্লা, ৩)) সামাদ মোল্লা, ৪)) স‌ইদুল মোল্লা এবং ৫)) আলতাব মোল্লা মহাশয়। পার্টি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যুব সভাপতি  মাননীয় আব্দুল রহিম মোল্লা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানানোর সাথে সাথে যুব তৃনমূলের পক্ষ থেকে ভুমি দাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। করতালির মাধ্যমে উপস্থিত জনতাও তার প্রত্যুত্তর দেন।