বৃষ্টিকে উপেক্ষা করেই এক থ্যালাসেমিয়া রোগীর প্রাণ বাঁচালেন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মোঃ ওবায়দুল্লাহ

মালদা: ঘূর্ণিঝড় ইয়াসের জেরে মুষুলধারে বৃষ্টি মালদায়। ঠিক এমন সময় বৃষ্টিকে উপেক্ষা করেই এক থ্যালাসেমিয়া রোগীর প্রাণ বাঁচাতে কালিয়াচক থেকে মালদা ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়ে এক শিশুর প্রাণ বাঁচালেন আলি নগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মোঃ ওবায়দুল্লাহ। জানা গেছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ইংরেজবাজার থানার উত্তর বালুচর এলাকার বাসিন্দা আরাধনা হালদারের ১১ বছরের মেয়ে রাখি হালদার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ তার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজন হয় রক্তের। কিন্তু মালদা ব্লাড ব্যাংকে এ পজেটিভ রক্তের না থাকায় সমস্যা বাড়ে বলে অভিযোগ।

    শেষমেষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করেন অসহায় শিশুর মা। এরপরই এই খবর পাওয়ার পর কালিয়াচক থেকে ছুটে এসে রক্ত দান করেন আলিনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মোঃ ওবায়দুল্লাহ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই শিশুর মা আরাধনা মন্ডল। তিনি জানান ঘূর্ণিঝড় ইয়াসের জেরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে মালদায়। এমন সময় মেয়ের প্রাণ বাঁচাতে রক্তের জন্য হন্য হয়ে ঘুরছিলেন তিনি। অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করা হলে ওই ব্যক্তি এগিয়ে আসে। প্রাকৃতিক দুর্যোগের সময় রক্ত দিয়ে তার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি ওই ব্যক্তিকে। অন্যদিকে এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী তথা আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ ওবায়দুল্লাহ জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তাদের নেত্রী দিনরাত এক করে কাজ করে চলছেন। মালদাতেও তার প্রভাব পড়েছে। এমন সময় এক শিশুর রক্তের প্রয়োজন হয়। ফোন মারফত সেই বিষয়ে জানতে পেরেই তিনি রক্তদান করতে এগিয়ে আসেন।