|
---|
বাবলু হাসান লস্কর,নতুন গতি, উত্তর চব্বিশ পরগনা:উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী । বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয়া রহিমা মন্ডলের সমর্থনে দেগঙ্গা বিধানসভার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের নিরলস ,নির্ভীক, নিঃস্বার্থ , নির্লোভ, অগনিতিক কর্মীদের নিয়ে আলোচনা সভার কিছু মুহূর্ত । এই সভায় উপস্থিতির হার চোখে পড়ার মতো । একাধিক দলীয় নেতৃত্ব ও মানুষের জমায়েত দেখে রহিমা মণ্ডলের জেতা কেবল সময়ের অপেক্ষা এমনটাই জানালেন স্থানীয় কর্মীরা । রহিমা মণ্ডল প্রতি সর্বদা মানুষের পাশে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,আগামী দিনে ও মানুষের জন্য কাজ করতে চান । মানুষের আশীর্বাদ আগামী দিনে মানুষের পাশে থাকার উজ্জ্বল সম্ভবনা।