চাপড়ার বড় আন্দুলিয়া এক অনুষ্ঠানের মাধ্যমে BJP ও CPIM ছেড়ে তৃণমূলে কংগ্রেস যোগ দেন। জেবের সেখ এর হাত ধরে

চাপড়ার বড় আন্দুলিয়া এক
অনুষ্ঠানের মাধ্যমে BJP ও CPIM ছেড়ে তৃণমূলে কংগ্রেস যোগ দেন। জেবের সেখ এর হাত ধরে

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া;বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী। বড় আন্দুলিয়া এক অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি ছেড়ে চলে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। চাপরা ব্লক সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের শেখ। এন আর সি ও সি এর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে এই বিল পাস করছি,আগামী দিনে সংখ্যালঘু মানুষদেরকে ভারতের নাগরিক কেড়ে নেয়ার যে পরিকল্পনা করছে বিজেপি তাই আমরা মানতে পারছিনা সেই কারণে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলাম। ছেড়ে এখনও বিজেপি–‌ত বলেন, ‘‌দেখছেন দেশটাকে বিজেপি এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পেটে ভাত না থাকলে জাত নিয়ে ধুয়ে খাব। আগে দেশের মানুষের পেটের ভাতের প্রয়োজন। তাই চাই কর্মসংস্থান। সেটা করতে হবে। বিজেপি এনআরসি–র নামে দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। বিজেপি সিপিএম কর্মীরা বলেন, ‘‌আমাদের মনে হয়েছিল বিজেপি দেশের জন্য কিছু করবে। বেকার যুবকদের চাকরি হবে। এখন দেখছি ও সব ছেড়ে শুধু জাতপাত নিয়ে ব্যস্ত। এখন এনআরসি নিয়ে পড়েছে। এ সব চলে না। বিজেপি–র বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন। আমাদের মনে হয়েছে এই সময় তাঁর পাশে থাকা দরকার। তাই তৃণমূলে ফিরে এলাম।’‌ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপড়া ব্লক তৃণমূল যুব সভাপতি বাবলু ঘোষ, চাপড়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ খোদাবক্স মন্ডল চাপড়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রায়হান মোল্লা, হাতিশালা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়নাল শেখ,হাজিবর রহমান দফাদার ও মফিজুল মন্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিন্দু