কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে টিএমসির বিক্ষোভ কর্মসূচি খড়গপুরে

নিজস্ব প্রতিবেদক,নতুন গতি, খড়গপুর: কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার খড়গপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নামে কেন্দ্রীয় সরকারের সম্পত্তি বিক্রির চক্রান্ত ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে খড়গপুর ১ ব্লকের বড়কোলা অঞ্চলের চৌরঙ্গীতে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার টিএমসি সভাপতি সুজয় হাজরা, চেয়ারম্যান দিনেন রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

     

    বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দেশের জাতীয় সম্পদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে সুজয় বাবু সন্দীপ বাবুরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার দাগেন।