ঘাসফুল ঝড় অব্যাহত! রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি নিউজ ডেস্ক: বাংলায় ঘাসফুল ঝড় অব্যাহত। বালিগঞ্জ ও গেরুয়া শিবিরের শক্তঘাঁটি আসানসোল, দুই কেন্দ্রের উপনির্বাচনের জয়ী তৃণমূল।

    বালিগঞ্জে ২০ হাজার ৩০টি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তবে বালিগঞ্জ বিধানসভার ৬৫ নম্বর ওয়ার্ডে, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডে লালের জয় খুশি বাম সমর্থকেরা। এদিকে প্রথমবার আসানসোল দখল করলো তৃণমূল।

    প্রার্থীদের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটে জানান “বালিগঞ্জ, আসানসোলবাসীকে ধন্যবাদ আমাদের প্রার্থীদের এত ভালবাসা, সমর্থন দেওয়ার জন্য। এই ফলাফলে বিদ্বেষ বিরোধিতার পথে আরও একধাপ এগোল ভারত। আপনাদের আশীর্বাদ, ভালবাসা নিয়ে আমরা আমাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালন করব। আপনাদের স্বাচ্ছন্দ্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য এবং অগ্রাধিকার।”