দক্ষিণ চব্বিশ পরগনার বিরোধি দলের থাকা পঞ্চায়েত দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: দীর্ঘদিন যাবৎ এস ইউ সি আই কমিউনিস্ট দলের পঞ্চায়েত গুড়গুড়িড়া ভুবনেশ্বরী,আজ তা হাত ছাড়া হতে চলেছে । একুশ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা তিন কাশি নাথ সরদার, পূরবী বর, পল্টু মণ্ডল, গঙ্গা রাণী হালদার, স্বপন সাহু ,নারান জানা ওরফে সুনিল,মঞ্জুরানি মণ্ডল, হরিপদ মুদি, শ্যামলী নাইয়া, বাসন্তী ঘোড়ই,মহুয়া প্রামাণিক, সনৎ মণ্ডল, শেখর জানা,মহাদেব ঘোড়ুই, অনাস্থার পক্ষে।

    চৈতালি হালদার, রুমা জানা,বিশ্বজিত ঘোষ ,সোমা দিন্দা, ধনঞ্জয় ভূইয়া, শুশিলা হালদার, কল্পনা হালদার। বিপক্ষে সাত ।

    পঞ্চায়েত সমিতির তিন (পীযুষ বরণ দাস,রাজু সিট) তৃণমূল কংগ্রেসের। অজয় নায়েক এস ইউ সি আই । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে সামনে রেখে কুলতলী বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এর অক্লান্ত পরিশ্রমে সাধারণ মানুষের আস্থা রাখতে পেরেছেন তাই দিকে দিকে দলে দলে অসংখ্য মানুষ তৃণমূল কংগ্রেসে আশ্রয় নিচ্ছে কেবলমাত্র উন্নয়নে নিরিখে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন গনেশ চন্দ্র মন্ডলের প্রতিনিধিদল গনেশ চন্দ্র মন্ডল এই মুহুর্তের প্রতিক্রিয়া