“এবারো হতাশ হবে তৃণমূল”: অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি: এবারও হতাশ হবে তৃণমূল।কর্পরেশনের দখল থাকবে সিপিএমের হাতেই।প্রচারে বেরিয়ে এমন কথাই জানালেন শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।তিনি গতকাল সাংবাদিকদের জানিয়ে দিলেন এবারেও খালি হাতে ফিরবে তৃণমূল আর বোর্ড গড়বে বামফ্রন্ট।তৃনমুলের সবচাইতে বড় সমস্যা ওরা নিজেরাই।কারন নিজেরাই কেলেঙ্কারি করছে আবার নিজেরাই মানুষের কাছে কৈফিয়ত দিচ্ছে।আসলে ওরা বুঝতেই পারছে না কিভাবে মানুষের ভোটটা পাবে।কারন এত বছরে মানুষ ওদের চিনে গেছে।তাই এবারেও ওদের খালি হাতেই ফিরতে হবে।

    অশোক ভট্টাচার্য্য আরো জানান তারা মানুষের কাছে পৌছিয়ে তাদের সমস্যার কথা জানতে চেষ্টা করছেন,আর সাড়াও পাচ্ছেন।তৃনমুল যতই বলুক এবারেও ওদের খালি হাতেই ফিরতে হবে।আমরা দাবী করছি আমরা এবারে অর্ধেকের বেশী ওয়ার্ডে জীতে ক্ষমতায় আসবো।সারা বাংলায় সিপিএমের যেখানে কোন জায়গা নেই,তাহলে কিভাবে তিনি এতটা জোর দিয়ে বলছেন,অশোক ভট্টাচার্য্য জানালেন শিলিগুড়ির মানুষ জানে কারা তাদের দেখতে পারে এবং তাদের জন্য কাজ করতে পারে।তাই আগামী 15ই ফেব্রুয়ারি সিপিএম আবার শিলিগুড়ির সিংহাসনে বসবে।তাই আমি শান্ত মনেই প্রচার চালিয়ে যাচ্ছি।জানালেন অশোক ভট্টাচার্য।