“জিতলেও দলে ফেরানো হবেনা বিপদের সময় ছেড়ে যাওয়াদের”: পাপিয়া ঘোষ

শিলিগুড়ি: জিতলেও দলে ফেরানো হবে না তাদের যারা বিপদের সময় দল ছেড়ে অন্য দলে চলে গেছেন,কারন যারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মানেন না,সারা বছর দলের সাথে থেকে বিপদের সময় দল ছেড়ে চলে গিয়ে অন্য দলে গিয়ে দাড়ান তাদের আর দলে কোন স্থান নেই আজ একেবারে ষ্পষ্ট করে দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

    এবারে মোট 5জন প্রার্থী টিকিট না পেয়ে নির্দলে গিয়ে দাড়িয়েছেন,আর তাদের বহিষ্কার করেছে দল।অনেকেই মনে করছেন জিতে গেলেই দল আবার তাদের ফিরিয়ে নিয়ে আবার তাদের পুরানো পদ ফিরিয়ে দেওয়া হবে।কিন্তুু তাদের এই ধারনা একেবারেই ভুল কোনভাবেই তাদের দলে নেওয়া হবে না।যারা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধীতা করে অন্য দলে বা নির্দলে গিয়ে দাড়িয়েছেন তারা কিকরে আশা করেন তাদের আবার সসন্মানে দলে ফিরিয়ে নেওয়া হবে।শিলিগুড়িতে মোট চারজন প্রার্থী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্দলে দাড়িয়েছেন এদের মধ্যে সবচাইতে আলোচ্য নাম বিকাশ সরকার।এছারা এক নম্বর ওয়ার্ডের মাসুম কাপুরের নাম উঠে আসছে,তাদের নাম না করেই হুশিয়ার করেছেন পাপিয়া ঘোষ,তিনি জানিয়ে দিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে যারা ভোটে দাড়িয়েছেন কোনভাবেই তাদেরকে দলে নেওয়া হবে না,তা সে যেই হোন না কেন।আর তারা ভাবছেন তারা ভোটে জিতবেন এটাও তাদের ভুল ধারনা,কারন সাধারন মানুষও তাদেরকে প্রত্যাখ্যান করবেন,সময় আসলেই বুঝতে পারবেন।ওদের জেতার কোনও সম্ভাবনাই নেই জানিয়ে দিলেন দার্জিলিং জেলা সভাপতি।