|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। পূর্ব বর্ধমান জেলাকে করোনার করাল গ্রাস থেকে মুক্ত করার সর্বত্ত প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন। ইতিমধ্যে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকে ব্লকে বিভিন্ন সতর্কতামূলক প্রচার কর্মসূচীও চলছে । মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করোনাভাইরাস এর সংক্রমণ রোধে প্রথম ও মূল পদক্ষেপ। করোনাভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য মানুষকে সচেতনতা বার্তা দিতে এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের পথে বাজারে দোকান হাটে করণা সচেতনতায় মাস্ক বিতরণ করল মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস।
পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় রাসবিহারী হালদারে নির্দেশে এই কর্মসূচি পালিত হয় বলে জানা যায়। এই সচেতনতা মূলক প্রচার অভিযানে উপস্থিত ছিলেন মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক মাননীয় রাজকুমার রায় ( শৌভিক) এর নেতৃত্বে মেমারী শহর ও ১০ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ হইতে মাস্ক বিতরণ সচেতন করার জন্য সচেতনতা মূলক প্রচার কর্মসূচী করা হয়। উপস্থিত ছিলেন মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সৌরভ সাঁতরা ,মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি নূর আরিফ নাওয়াজ,মেমারী ১০ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ শাজিদ , মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক শেখ নাজির , যুব নেতা সৈকত ,দিনেশ , শাজিদ , শুভাশীষ , সৌরভ , শামিম ও শেখ রাকেশ সহ আরো অনেক যুব কর্মীগন।