|
---|
বিধান ধুয়া, বাঁকুড়া: আজ জয়পুরের কুচিয়াকোল অঞ্চলে ৯০ টি গোরুর গাড়ি নিয়ে রবিবার সকালে এক অভিনব কায়দায় ভোট প্রচার করলেন গোরুর গাড়ি চেপে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী মাননীয় অধ্যাপক শ্যামল সাঁতরা মহাশয় প্রচার সারলেন ।গোরুর গাড়ির করে অভিনব প্রচার দেখতে ভিড় জমান এলাকার মানুষ। তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা ভোট প্রচার মানেই সকাল থেকে রাস্তায় মানুষের ঢল। গ্রামে ঢুকেই বার বার থামাতে হয়েছে তাঁর গরুর গাড়ি। মানুষ ছুটে এসেছেন ফুলের মালা নিয়ে। চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পরিয়ে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে তৃণমূল প্রার্থীকে বরণ করে নেয় গ্রামের সাধারণ মানুষ। একই সঙ্গে বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের লোহার পাড়া বুথ ও সারদা বুথে #মাননীয় অধ্যাপক_শ্যামল_সাঁতরার মহাশয়ের সমর্থনে পাড়া বৈঠকে করেন। বিষ্ণুপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে শ্যামল সাঁতরা মহাশয়ের সমর্থনে বিশাল জনসভায় হয় সেই জনসভা জনজোয়ারের পরিনত হয়।