|
---|
মালদা,শেখ সাদ্দাম: দীর্ঘদিন পর রাজ্যে নানা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কলেজের তালাও খুলল। মঙ্গলবার সরকারি নির্দেশিকা মেনে রাজ্যের অন্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও স্কুল-কলেজ খুলেছে। এদিন সকাল ১১টা থেকে সামসী কলেজে থার্মাল স্ক্যানিং দিয়ে শরীরের তাপমাত্রা মেপে ও স্যানিটাইজ করে পড়ুয়াদের কলেজে ঢোকানো হয়েছে,, পাশাপাশি কলেজের আগত নবাগত ছাত্র-ছাত্রীদের। ,মাক্স স্যানিটাইজার ও চোকলেট দিয়ে পড়ুয়াদের স্বাগত জানান হয় সামসি কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।
আর এদিকে দীর্ঘদিন পর বন্ধু বান্ধব দের সঙ্গে দেখা!আনন্দের সীমা নেই পড়ুয়াদের মধ্যে।