|
---|
মহঃ মফিজুর রহমান, আমডাঙা, নতুন গতি : পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগণার আমডাঙা পেট্রোলপাম্পের সামনে প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র সংগঠন ।
আমডাঙা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিকের নেতৃত্বে প্রায় দেড় ঘণ্টা প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূল ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন আমডাঙা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিঠুন , আমডাঙা যুগল কিশোর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা ইকবাল হাসান সহ অন্যান্য নেতৃত্ব ।
ছাত্রনেতা মিরাজ মল্লিকের দাবী, যেভাবে কেন্দ্রীয় সরকার দিনের পর দিন পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক ভাবে বাড়াছে তাতে খেটে খাওয়া সাধারণ মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশাহীন। তারই প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাতে তৃণমূল ছাত্র সংগঠনের এই প্রতিবাদ বিক্ষোভ ।