পেট্রোপন্যের প্রতিবাদের পথেই মোদীকে সড়িয়ে দিদিকে আনার ডাক তৃনমূলের

মহিউদ্দীন আহমেদ: তার নির্দেশে পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। রবিবার সেই আন্দোলনের দ্বিতীয় দিনে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া এবং মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সড়ানোর ডাক দিলো তৃনমূল কংগ্রেসের গ্রামাঞ্চল এলাকার নেতারা। রবিবার অবস্হান বিক্ষোভের দ্বিতীয় দিনে, পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২নং ব্লক কার্যালয়ের সামনে অবস্হান বিক্ষোভে তৃনমূলের ব্লক থেকে বুথ স্তরের সব নেতার গলায় একসুর বিজেপি ক্ষমতায় এসে সাধারন মানুষের জীবন অস্হীর করে তুলেছে। এবার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কে নিশ্চিহ্ন করে দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

    রবিবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নং ব্লক কার্যালয়ের সামনে প্রতিবাদে পথে বসেন ২নং ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ, কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলী, মাধ্যমিক শিক্ষা সেলের সঞ্জয় রাজা, জেলা পরিষদের সড়স্যা কাকুলি রাজা, অমরপুর অঞ্চল সভাপতি গোলাম মোল্লা সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতারা। এদিন পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দু দিনের অবস্হান বিক্ষোভ শেষ হয় বিকেল ৪ টেয়। তৃনমূলের ব্লক কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষরা বলেন, দিদির নির্দেশে আন্দোলন শুরু হলো। আমাদের লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন। দিদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাই।