|
---|
খান আরশাদ, বীরভূম:
পথ দুর্ঘটনা এড়াতে রাজনগর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালিত হল রাজনগরে।
বীরভূম জেলা পুলিশের নির্দেশে এবং রাজনগর থানার OC শামীম খানের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হলো। এই উপলক্ষে ‘সাবধানে গাড়ি চালান নিজের জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে রাজনগর থানা প্রাঙ্গণ থেকে রাজনগর থানার ASI পূর্ণ চন্দ্র সাহা ও ASI মহম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে রাজনগর থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা একটি র্যালি করে রাজনগর বাজার পরিক্রমা করেন এবং পথ চলতি মানুষদের পথ নিরাপত্তা বিষয়ে তাঁরা সচেতন করেন।