|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-বর্তমান সময়ে বেকারত্ব একটি জ্বলন্ত সমস্যা,তাই কর্মহীন অসংখ্য ছাত্র ছাত্রী যুবকদের এই সমাজে আজ দিশে হারা। এমন্তা বস্থায় তাদের আলোর মুখ দেখাতে তাদের ভবিষ্যৎ গড়তে এন এন ডিফেন্স একাডেমী আয়োজিত ফলতা হরিণ ডাঙ্গা সাধন চন্দ্র মহাবিদ্যালয়ে এক হোলে এবং ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়েও সকল ছাত্র ছাত্রীদের নিয়ে এক সচেতন মূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।এখানে উপস্থিত ছিলেন ফলতা সাধন চন্দ্র মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডাক্তার এস কে ফজলুল হক,বাংলা বিভাগের অধ্যাপক দুরন্ত মণ্ডল,এন এন ডিফেন্স একাডেমীর মূখ্য আধিকারিক অখিল বন্ধু সাহু, বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক আচার্য, স্কুল প্রেসিডেন্ট মানস পান্ডা, সাবানা ইয়াসমিন,সোমা পাল সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।অখিল বন্ধু সাহু তিনি বলেন সমাজে যুবক যুবতীদের আলোর মুখ দেখাতে আমাদের সংস্থা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা বিভাগ,আর্মি,ইয়ার ফোর্স এবং সরাষ্ট্র মন্ত্রালয়ের বিএসএফ,সিআরপিএফ সহ রেল পুলিশ ও পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ,কোনো প্রকার ব্যাকিং ছাড়া সৈনিক ও পুলিশ পদে নিযুক্তির প্রবেশিকা পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য একটি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সাধন চন্দ্র মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডাক্তার এস কে ফজলুল হক তিনি এই উদ্যোক্তাদের কে প্রসংশা করেন।