|
---|
খান আরশাদ, নতুন গতি, রাজনগর: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে রাজনগরের আড়ালী গ্রামে। মজিফা বিবি নামে এক মহিলার মাটির বাড়িতে ইলেকট্রিকের শর্টসার্কিটের ফলে আগুন ধরে যায় বলে ধারণা। মুজিফা বিবি জানান রবিবার বেলা এগারোটা নাগাদ তিনি জল আনতে গেছিলেন। সে সময় বাড়িতে কেউ ছিল না। সেসময়ই জানতে পারেন যে তার বাড়িতে আগুন লেগেছে। তিনি ছুটে এসে দেখেন তার বাড়িটি দাউদাউ করে জ্বলছে।
প্রতিবেশীরা জানতে পেরে সঙ্গে সঙ্গে আগুন নেভাবার চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। সিউড়ি থেকে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অবশ্য তার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিভে যায়। ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান শোকগ্রস্তা মুজিফা বিবি।